Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যোগাযোগ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার
ডাউনলোড

একটা সময় ছিল যখন ফুলগাজী উপজেলার শিক্ষকদের সভায় অংশগ্রহণ, প্রশিক্ষণ প্রদান, সরকারি বিভিন্ন সার্কুলার/পরিপত্রের বিষয়ে টেলিফোন করে অবহিত করতে হতো। সরকারি পত্রসমূহ শিক্ষকগণ উপজেলা সদরে এসে ফটোকপি করে নিয়ে যেতো এতে প্রচুর সময় ও আর্থিক ব্যয়  হতো। কিন্তু ২০১৫ সালের পর থেকে উপজেলা শিক্ষা অফিসের শিক্ষকদের দাপ্তরিক কাজে ই মেইলের ব্যবহার ও আইসিটিতে দক্ষ করে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার ফলে বর্তমানে নবীন থেকে প্রবীন সকল শিক্ষক তাঁর হাতে থাকা স্মার্টফোনের জিমেইল অ্যাপ ব্যবহার করে সভায় অংশগ্রহণ, প্রশিক্ষণ প্রদান, সরকারি বিভিন্ন সার্কুলার/পরিপত্রের হার্ডকপি পেয়ে যাচ্ছেন। কাউকে ফোন করতে হচ্ছে না, সবাই যার যার করনীয় তাৎক্ষণিক জানতে পারছে। ই মেইলে চাহিত বিভিন্ন তথ্য প্রেরণ করতে পারছে। উপজেলায়  এসে ফটোকপি দোকানে ভিড় করতে হচ্ছে না। সব মিলিয়ে প্রচুর আর্থিক ব্যয় ও সময়ে অপচয় কমে এসেছে। সার্বিকভাবে সকলের কর্মতৎপরতা বহুগুনে বেড়ে গেছে।