একটা সময় ছিল যখন ফুলগাজী উপজেলার শিক্ষকদের সভায় অংশগ্রহণ, প্রশিক্ষণ প্রদান, সরকারি বিভিন্ন সার্কুলার/পরিপত্রের বিষয়ে টেলিফোন করে অবহিত করতে হতো। সরকারি পত্রসমূহ শিক্ষকগণ উপজেলা সদরে এসে ফটোকপি করে নিয়ে যেতো এতে প্রচুর সময় ও আর্থিক ব্যয় হতো। কিন্তু ২০১৫ সালের পর থেকে উপজেলা শিক্ষা অফিসের শিক্ষকদের দাপ্তরিক কাজে ই মেইলের ব্যবহার ও আইসিটিতে দক্ষ করে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার ফলে বর্তমানে নবীন থেকে প্রবীন সকল শিক্ষক তাঁর হাতে থাকা স্মার্টফোনের জিমেইল অ্যাপ ব্যবহার করে সভায় অংশগ্রহণ, প্রশিক্ষণ প্রদান, সরকারি বিভিন্ন সার্কুলার/পরিপত্রের হার্ডকপি পেয়ে যাচ্ছেন। কাউকে ফোন করতে হচ্ছে না, সবাই যার যার করনীয় তাৎক্ষণিক জানতে পারছে। ই মেইলে চাহিত বিভিন্ন তথ্য প্রেরণ করতে পারছে। উপজেলায় এসে ফটোকপি দোকানে ভিড় করতে হচ্ছে না। সব মিলিয়ে প্রচুর আর্থিক ব্যয় ও সময়ে অপচয় কমে এসেছে। সার্বিকভাবে সকলের কর্মতৎপরতা বহুগুনে বেড়ে গেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস